বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্রিকেটে রাজনীতি চায় না এসিসি, এশিয়া কাপের ঘোষণা দেবে ভারত *** মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় চীনের চিকিৎসক দল আসছে রাতে *** মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ জনের পরিচয় শনাক্ত *** ১৫ শতাংশের নিচে নামবে না শুল্ক, ঘোষণা ট্রাম্পের *** সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি *** আরও মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ *** সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার *** সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন *** স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ *** গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

সম্মতি ছাড়া তথ্য ব্যবহার

গুগলের বিরুদ্ধে মামলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের মানোন্নয়নে ব্যবহার করায় গুগল, মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপমাইন্ডের বিরুদ্ধে মামলা করেছে ক্লার্কসন ল ফার্ম। এর আগে একই অভিযোগ এনে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের বিরুদ্ধেও মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আইনি সংস্থাটি।

গুগলের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ইন্টারনেটে থাকা কোটি কোটি মানুষের তথ্য তাঁদের সম্মতি ছাড়াই ব্যবহার করছে গুগল। এর মাধ্যমে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট বার্ডসহ বিভিন্ন এআই টুলকে প্রশিক্ষণ দিচ্ছে তারা। এতে মেধাস্বত্ব আইনের লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে আইনি সংস্থাটির একজন আইনজীবী বলেছেন, ‘ব্যক্তিগত তথ্য ও উপাত্ত আমাদের সম্পদ। এগুলো মূল্যবান। আর তাই এসব তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার অধিকার কারও নেই। অনলাইনে উন্মুক্ত তথ্য মানে এটি বিনা মূল্যে যেকোনো কাজে ব্যবহার করা যাবে, তা নয়। বিষয়টি গুগলের অনুধাবন করা প্রয়োজন।’

সম্প্রতি নিজেদের গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করেছে গুগল। নতুন এ নীতিমালার আওতায় ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের তথ্য বার্ড চ্যাটবটসহ গুগলের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মানোন্নয়নে ব্যবহার করা হবে। নতুন এ নীতিমালা অনুযায়ী, সবার জন্য উন্মুক্ত অনলাইন তথ্যগুলো ব্যবহার করে গুগল ট্রান্সলেট, বার্ড ও ক্লাউডের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। আর তাই মামলায় গুগলের বার্ডের বাণিজ্যিক প্রসারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এমনকি ভুক্তভোগী ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহার করায় তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে।

আরো পড়ুন: কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা

উল্লেখ্য, অনলাইনে তথ্য খোঁজার পাশাপাশি গুগলের যেকোনো প্রযুক্তি ব্যবহার করলেই ব্যবহারকারীদের ব্রাউজারের সেটিংস, অপারেটিং সিস্টেম, মোবাইল নেটওয়ার্ক, ফোন নম্বর এবং অ্যাপের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে গুগল। এসব তথ্য কাজে লাগিয়েই নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধার মানোন্নয়ন করছে গুগল।

সূত্র: গ্যাজেটস নাউ

এম এইচ ডি/

বিজ্ঞান ও প্রযুক্তি গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা অনলাইন মোবাইল নেটওয়ার্ক তথ্য চ্যাটবট গুগল ট্রান্সলেট গুগল বার্ড গুগল ক্লাউড চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন